Hepatonova
মুল উপাদানঃ
যকৃত ও পিত্তের কাজকে ত্বরান্তিত করে এমন কিছু ভেষজ এর মূল উপাদান এন্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা, ইক্লিপ্টা অ্যালবা, ফাইল্যান্থাস এ্থ্যাম্বিলিকা, জিনজিবার অফফিসিনালিস, ভিওরহ্যাভিয়া ডিফিউসা
নির্দেশিকা :
পিত্ত রস নিঃসরণে সহায়তা করে। পিত্ত গঠন - পিত্ত চর্বি হজমে সহায়তা করে এবং ফ্যাটি এসিড ও গ্লাইসেরল উৎপনড়ব করে। কার্বোহাইড্রেট, লিপিড ও প্রোটিন বিপাকে সহায়তা করে। প্লাজমা প্রোটিন এবং ফ্রিবিনোজেন সংশ্লেষণে সহায়তা করে। গ্লাইকোজেন, চর্বি এবং চর্বিতে দ্রবীভুত ভিটামিনকে সংরক্ষণ করে।অধিক পুষ্টি শোষণে সহায়তা করে। লেয়ার ও ব্রিডার এর সঠিক মাত্রায় উৎপাদনে সহায়তা করে। বয়লারের মাংসের গুণগত মান বৃদ্ধি করে। বয়লারের দৈহিক বৃদ্ধি, দেহের ওজন বৃদ্ধি ও খাদ্য রুপান্তরের (ঋঈজ) হার বাড়ায়। ডিমের উৎপাদন বৃদ্ধি করে এবং ডিমের গুণগত মান বাড়ায়।
মাত্রা ও প্রয়োগবিধি :
প্রতি টন খাদ্যের সাথে ৫০০ গ্রাম মিশাতে হবে।
অথবা রেজিষ্টার্ড ভেটেরিনারী চিকিৎসকের পরামর্শে ব্যবহার্য।
সরবরাহ ঃ
২৫ কেজি ব্যাগ।
প্রস্তুুতকারক:
Bovian Health Care Pvt. Ltd., India
www.bovianhealthcarecom