Lupro-cid NA

মুল উপাদানঃ

ফরমিক এসিড            ৩৯%
সোডিয়াম ফরমেট        ২৩%
প্রোপায়োনিক এসিড      ১৮%

উপকারিতাঃ
*    ইহা কেবলমাত্র পাকস্থলী, গিজার্ড, ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্রের সকল জীবাণুকে ধ্বংস করে না, এছাড়াও ইহা রক্তরসে প্রবেশ করে অঙ্গ-প্রত্যঙ্গের সংক্রামনে প্রতিরোধ গড়ে তুলে।
*    সকল প্রকার ঔষধ ও খাদ্যেও সাথে মিশিয়ে খাওয়ানো যাবে।
*    ইহা সকল চঐ মাত্রায় কার্যকারীতা প্রদর্শন করে।
*    সালমোনিলা নিয়ন্ত্রণে এবং ২০০০ সে. তাপমাত্রাও সহনশীল।
*    শরীরের সংস্পর্শে ক্ষতিকারক নয়।

নির্দেশিকা ঃ
বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেমন সালমোনিলা,  ই-কলাই ক্লোস্ট্রাইডিয়া, লাসোনিয়া, কোলাইটিস এর চিকিৎসা এবং প্রতিরোধ প্রথম পছন্দনীয় ও অত্যন্ত কার্যকরী।
* হজম শক্তি বৃদ্ধি এবং খাদ্য রূপান্তর হার উন্নত করে।
* মৃত্যুহার এবং ঔষধ গ্রহণের মাত্রা কমায়।
* দৈহিক ওজন বৃদ্ধিকারক হিসাবে কাজ করে।
* সালমোনিয়া নিয়ন্ত্রনে রাখে।
* পরিপাকনালীর কার্যকারীতা বৃদ্ধিতে সহায়তা করে।

মাত্রা ও প্রয়োগবিধি:
পানির মাধ্যমে :
প্রতিরোধে: ১ মিলি ৪ লিটার খাবার পানিতে।
চিকিৎসায় : ১ মিলি ২-৩ লিটার খাবার পানিতে।

অথবা ভেটেরিনারী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

প্রস্তুুতকারক: 

BASE (The Chemical Company)
www.set-initiative.basf.com

Bengali