CMP-1

মুল উপাদানঃ 
 ডিক্লাজুরিল ০.১%

নির্দেশিকা :

আইমেরিয়া স্পিসিস এর জীবন চμের যেকোন ধাপে কার্যকর। আইমেরিয়া স্পিসিস এর প্রাথমিক পর্যায় এটা সর্বাধিক কার্যকরী। আইমেরিয়া ঝঃৎধরহং যেগুলো আয়োনোফোর প্রতিরোধী তাদের বিরুদ্ধে অধিক μিয়াশীল। লেয়ার মুরগীর ক্ষেত্রে ১৬ সপ্তাহ ব্যবহার করতে হবে। ব্রিডার মুরগীর টিকা দেবার পরবর্তী সময়ে অধিক μিয়াশীল এবং কার্যকারী। এটা খাদ্যে মিশানো সহজ। এর কার্যকারীতা দীর্ঘ মেয়াদী।

মাত্রা ও প্রয়োগবিধি :
চিকিৎসার ক্ষেত্রেঃ
১ কেজি প্রতি টন খাদ্যের সাথে মিশাতে হবে। প্রতিরোধের জন্য CMP-1 চার মাস ব্যবহার করা যাবে এবং দুই মাস বিরতির পর আবার শুরু করা যাবে।
অথবা রেজিষ্টার্ড ভেটেরিনারী চিকিৎসকের পরামর্শে ব্যবহার্য।

সরবরাহ    ঃ
৫ কেজি ব্যাগ।

প্রস্তুুতকারক: 

Venky’s (India) Ltd., India
www.venkys.com

Bengali